প্রকাশিত: Sat, Jun 24, 2023 9:00 PM
আপডেট: Tue, Jan 27, 2026 6:16 PM

আজ উৎপাদনে ফিরছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র

উত্তম হাওলাদার: পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আবদুল হাসিব জানান, শুক্রবার  বিকাল থেকে  কয়লা আনলোড শুরু হয়ে  হয়েছে।  রোববার যেকোনো সময় বিদ্যুৎ কেন্দ্রর একটি ইউনিট চালু করা যাবে বলা আশা করা যাচ্ছে।  পায়রা বন্দর ও তাপ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার  রাত তিনটার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী  এমভি অ্যাথেনা নামের একটি মাদার ভ্যাসেল প্রায় ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে বন্দরের ইনার এ্যাংকরেজে এসে পৌঁছায়। 

এর আগে ডলার সংকটের কারণে এলসি খুলতে না পারায় কয়লা আমদানি করা যায়নি। ফলে ২৫ মে প্রথম ইউনিট এবং  ৫ জুন দ্বিতীয় ইউনিটসহ পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎকেন্দ্রটি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব